নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় ডেঙ্গু মশা প্রতিরোধে নতুন কর্মসূচি হাতে নিয়েছেন সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মাশরেকুল আলম ও কন্জারভেন্সি ইন্সপেক্টর সেলিম । সচেতনতা সৃষ্টির সঙ্গে চিকুনগুনিয়া, ডেঙ্গু মশা আতঙ্ক দূর করতে মশক নিধনে পৌরসভা জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালিত করছেন পৌর কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার সোনারগাঁও পৌরসভা এলাকার সোনারগাঁ জি আর ৯৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ, সোনারগাঁ কিন্ডার গার্ডেন স্কুল সরকারি, বেসরকারি স্কুল মাদ্রাসা, সোনারগাঁ উপজেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সোনারগাঁ থানা এলাকায় ডেঙ্গু মশা নিধনে ঔষধ ছিটানো হয়। সেই সাথে সোনারগাঁও পৌরসভা এলাকার লাহাপাড়া কবরস্থানের রাস্তা,লেকসিটি, সোনারগাঁও পৌরসভা থেকে উদ্ধবগঞ্জ যাওয়ার রাস্তার পাশে থাকা জঙ্গল পরিষ্কারের কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। এলাকায় মশা নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে র্যালি বের করে সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষ । ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছেন। সোনারগাঁ জি আর ৯৪ নং সরকারি প্রাথমমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার বলেন, আমাদের স্কুলে সোনারগাঁও পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ডেঙ্গু মশার ঔষধ ছিটানো হয়, তিনি পৌরসভার প্রশাসক রেজওয়ান উল ইসলামকে ধন্যবাদ জানান। সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া বলেন, সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত ডেঙ্গু মশার ঔষধ ছিটানো হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের প্রতি পৌরসভা কর্তৃপক্ষের সুদৃষ্টি আছে এইজন্য পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম কে ধন্যবাদ জানান।
পৌরসভার হেভি ওয়েট গাড়ির ড্রাইভার মোঃ শেমল বলেন, গাড়ি ভাড়ার টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয় কারো হাতে কোন লেনদেন হয় না ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করা হয়। সম্পূর্ণ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হলে স্যারদের নির্দেশে আমরা কাজ করি।
সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম বলেন,সোনারগাঁও পৌরসভার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ডেঙ্গু মশা নিধনে বাড়ি বাড়ি গিয়ে ঔষুধ ছিটানো হচ্ছে। অনেকের ধারণা যে মশার ঔষধ হিসেব কেরোসিন দেওয়া হচ্ছে এটা সম্পুর্ন ভুল ধারণা, মশা নিধনে পৌরবাসী ডাকলে মশা নিধনে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ঔষুধ ছিটাবেন, মশা নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌরসভা থেকে কোনো কর্মচারীকে লোন দেওয়া হয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন আমি প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ার পর কোনো মাষ্টার রোল মহিলা কর্মচারীকে লোন দেওয়া হয়নি, পৌরসভার স্বার্থে যা যা করণীয় আমি তাই করছি, সোনারগাঁও পৌরসভা কে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করতে যা যা করণীয় আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সোনারগাঁও পৌরসভা একটি মডেল পৌরসভা হবে ইনশাআল্লাহ।