1. admin@dainikmuktoalo.com : admin :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নারায়ণগঞ্জ গণসমাবেশে ভিপি নূর, বললেন সোনারগাঁয়ে দলের ফেস্টুন ছেঁড়ার কথা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় মাদকে সয়লাব,সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের সোনারগাঁও আসনের ট্রাক মার্কার প্রার্থী হবেন ওয়াহিদুর রহমান মিল্কী সোনারগাঁয়ে ভুয়া দলিলের মাধ্যমে কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন সোনারগাঁয়ে “গণঅধিকার পরিষদের কার্যক্রম এবং দেশ বিনির্মানে ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ১ হাজার টাকার মনোনয়নপত্র ২০ হাজার টাকা বিক্রির অভিযোগ সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাপাহারে রিক”র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন সোনারগাঁ থানার গেটে পুলিশ ক্লিয়ারেন্সের নামে বিভিন্ন অনিয়মে দোকান বন্ধের নির্দেশ ওসির সাপাহারে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সোনারগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শোক সভা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পঠিত

আঃকরিম সোনারগাঁও নারায়ণগঞ্জ: বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশজুড়ে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২১ আগস্ট) সকালে পিরোজপুর ইউনিয়নের ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ ময়দানে এ আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা খেলাফতে মজলিসের দোয়া ও পথসভা অনুষ্ঠানটি হাফেজ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আরোও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মহিউদ্দিন খান, মাওঃ আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব, খেলাফতে মজলিস, মুফতী সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হেফাজতে ইসলাম সোনারগাঁ, মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি , বাংলাদেশ খেলাফতে মজলিস সোনারগাঁ, মাওঃ ওবায়দুল কাদের নদভী সহ সোনারগাঁ কওমি মাদ্রাসার আলেম-ওলামা সহ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কোটা সংস্কার ও সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনকারী সমন্বয়কদের মধ্যে সোনারগাঁয়ের সমন্বয়ক ,গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ, শোক সভায় শিক্ষার্থীরা বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে সারা দেশে অনেক কৃতি সন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণে স্বৈরাচারী সরকারের পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সকলে মিলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে।

এ সময় বক্তারা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান, সোনারগাঁয়ে আল্লামা মামুনুল হকের সঙ্গে রয়েল রিসোর্টে যে ঘটনা হয়েছিল তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক, আল্লামা মামুনুল হককে কলঙ্কিত করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল তারাই আজ কলঙ্কিত হয়ে দেশ ত্যাগ করছে‌। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।‌

কোটা সংস্কার ও সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র সমাজের শহীদদের স্মরণে প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, ক্ষমতা চিরস্থায়ী নয় তাই যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ তা’আলা বাংলার মাটিতে ছোট ছোট ছাত্র সমাজের মাধ্যমে পতন ঘটিয়েছে। যারা এ আন্দোলনে শহীদ হয়েছে তাদের শহীদি মর্যাদার জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন এবং জান্নাতের উঁচু স্থানে মর্যাদাশীল করার দোয়া প্রার্থনা করেন। সবশেষে আল্লামা মামুনুল হক  বলেন, এই সোনারগাঁয়ে যারা আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে প্রমাণিত হয়েছে তাদের নীল নকশা ষড়যন্ত্রমূলক, মক্কা বিজয়ের সময় রাসুল করিম (সাঃ) সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু যারা সীমা অতিক্রম করেছিল তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছিল ঠিক তেমনিভাবে যারা রয়েল রিসোর্টে সীমা অতিক্রম করে বাড়াবাড়ি করেছিল তাদের চিহ্নিত করা হয়েছে অতি অল্প সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ