আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া দলিলের মাধ্যমে কবরস্থানের জমি বিক্রির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর টিটির বাড়ি স্ট্যান্ডে গ্রামবাসী এই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি দালাল চক্র ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে প্রায় ২২ বিঘা সম্পত্তি প্রবাসী কল্যাণ নামক একটি প্রতিষ্ঠানের কাছে ১ কোটি ৪০ লাখ টাকায় বিক্রির চেষ্টা করছে। যার মধ্যে ৭০ বছর পুরানো প্রায় ৪৬ শতাংশ আয়তনের একটি কবরস্থানও রয়েছে। ওই দালালচক্রের মধ্যে নোয়াগাও ইউনিয়নের লাধুরচর গ্রামের মো. দেলোয়ার, ধন্দি বাজার এলাকার নয়ন বাবু, পূর্বপাড়া গ্রামের শাহজাহান মিয়া, সেক কান্দি এলাকার মাইন উদ্দিন, জামপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. নিরব অন্যতম।
বক্তারা বলেন, এলাকাবাসী মনে করেন এই দালাল চক্রের পেছনে বড় কোন সিন্ডিকেট জড়িত। যারা বিগত আওয়ামী সরকারের ১৫ বছর দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। মানুষ এখনো এই সিন্ডিকেটের কাছে জিম্মি। তাদের কারনে একদিকে সরকারি খাস জমি বিক্রি হয়ে যাচ্ছে অপরদিকে মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থানও হাত ছাড়া হয়ে যাচ্ছে। ভিটে মাটি হারানোর শঙ্কা তৈরি হচ্ছে গ্রামবাসীর মধ্যে।
মানববন্ধন থেকে দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার ও তাদের পেছনের মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন লাধুরচর মাদ্রাসার মুহতামিম মুফতি আবু বক্কর কাসেমী, গ্রামের মুরব্বি মো. মোস্তফা, সেনা কর্মকর্তা গাফফার মোল্লা, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাই এবং থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়াসহ তিনশতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন।